Wednesday, April 19, 2017

Amaro Porano Jaha Chai Lyrics

 

অভিমানী যত কথা

আমারও পরানো যাহা চায়

রবীন্দ্রনাথ ঠাকুর


আমারও পরানো যাহা চায়,
তুমি তায়, তুমি তায় গো…
আমারো পরানো যাহা চায় ।
তোমা ছাড়া আর এ জগতে,
মোর কেহ নাই,
কিছু নাই গো…
আমারো পরানো যাহা চায় ।
তুমি সুখো যদি নাহি পাও,
যাও সুখেরো সন্ধানে যাও ।।
আমি তমারে পেয়েছি হৃদয়ো মাঝে,
আরো কিছু নাহি চাই গো…
আমারো পরানো যাহা চায়.…
আমি তোমারো বিরহে রহিব বিনীন,
তোমাতে করিবো বাস,
দীর্ঘ দিবসো, দীর্ঘ রজনী,
দীর্ঘ বরষ-মাস ।
যদি আরো কারে ভালোবাসো,
যদি আরো ফিরে নাহি আস,
তবে তুমি যাহা চাও,
তাই যেন পাও,
আমি যত দুঃখ পাই গো.…
আমারো পরানো যাহা চায়,
তুমি তায়, তুমি তায় গো,
আমারো পরানো যাহা চায়..…

No comments:

Post a Comment

Before you see

Before you see life was like a colorful city on a fad. Then I saw you first on that day. A different emotional feeling of how you know a...