অভিমানী যত কথা
আমারও পরানো যাহা চায়
রবীন্দ্রনাথ ঠাকুর
তোমা ছাড়া আর এ জগতে,
মোর কেহ নাই,
কিছু নাই গো…
আমারো পরানো যাহা চায় ।
মোর কেহ নাই,
কিছু নাই গো…
আমারো পরানো যাহা চায় ।
তুমি সুখো যদি নাহি পাও,
যাও সুখেরো সন্ধানে যাও ।।
যাও সুখেরো সন্ধানে যাও ।।
আমি তমারে পেয়েছি হৃদয়ো মাঝে,
আরো কিছু নাহি চাই গো…
আমারো পরানো যাহা চায়.…
আরো কিছু নাহি চাই গো…
আমারো পরানো যাহা চায়.…
আমি তোমারো বিরহে রহিব বিনীন,
তোমাতে করিবো বাস,
দীর্ঘ দিবসো, দীর্ঘ রজনী,
দীর্ঘ বরষ-মাস ।
তোমাতে করিবো বাস,
দীর্ঘ দিবসো, দীর্ঘ রজনী,
দীর্ঘ বরষ-মাস ।
যদি আরো কারে ভালোবাসো,
যদি আরো ফিরে নাহি আস,
তবে তুমি যাহা চাও,
তাই যেন পাও,
আমি যত দুঃখ পাই গো.…
যদি আরো ফিরে নাহি আস,
তবে তুমি যাহা চাও,
তাই যেন পাও,
আমি যত দুঃখ পাই গো.…
আমারো পরানো যাহা চায়,
তুমি তায়, তুমি তায় গো,
আমারো পরানো যাহা চায়..…
No comments:
Post a Comment